সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
HomeNewsপুঁজিবাজারে সূচকের বড় উত্থানে ডিএসইর লেনদেন বাড়ল
spot_img

পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে ডিএসইর লেনদেন বাড়ল

নিউজ ডেস্ক

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩০ অক্টোবর) পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৬৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ২২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫৭ পয়েন্ট কমে যথাক্রমে ১১৩৬ ও ১৯১৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৫১৯ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১৭৩ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ৩৪৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

বুধবার ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৭৩টি কোম্পানির, কমেছে ১৫টি এবং অপরিবর্তিত রয়েছে নয়টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানগুলো- ব্র্যাক ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ফার ইস্ট নিটিং, বিএটিবিসি, মিডল্যান্ড ব্যাংক, ইবনে সিনা,  একমি লিমিটেড, লংকাবাংলা, টেকনো ড্রাগ ও ইসলামী ব্যাংক।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩৪৭ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২১৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৫টির, কমেছে ২৯টি এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির কোম্পানির শেয়ার দর।

বুধবার সিএসইতে ৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১০ কোটি ৮ লাখ টাকা।

spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

আরও সংবাদ

spot_img