শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
Homeআইনশেখ হাসিনা ও মহিবুলসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা
spot_img

শেখ হাসিনা ও মহিবুলসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী তানভীর ছিদ্দিকী হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং আরো ৩৪ জনের নাম উল্লেখসহ ৮৪ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের হয়েছে।

নিহতের চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে নগরীর চাঁন্দগাও থানায় মামলা দায়ের করেন। মামলায় চাঁন্দগাও ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরাল, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস সুমন, চকবাজার ওয়ার্ড কাউন্সিলর টিনু ও সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনিকেও আসামি করা হয়েছে। গত ১৮ জুলাই নগরীর বহদ্দারহাট এলাকায় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিন তরুণ নিহত হন।

তাদের একজন আশেকানে ডিগ্রি কলেজের ছাত্র তানভীর। তার মাথায় গুলি লাগে। সংঘর্ষ চলাকালে কাউন্সিলর এসরারুল হকের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের একাধিক নেতাকর্মীকে অস্ত্রহাতে গুলি করতে দেখা যায়। ওই দিন তানভীর ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া ও দোকানকর্মী সায়মন গুলিতে নিহত হন।

spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

আরও সংবাদ

spot_img