রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Homeদেশের কথাচট্টগ্রামনিজেকে প্রশাসক না ভেবে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে: সিভিল মার্জন
spot_img

নিজেকে প্রশাসক না ভেবে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে: সিভিল মার্জন

নিউজ ডেস্ক

চট্টগ্রাম জেলার ১৫ উপজেলায় নতুন নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য সহকারীদের জেলা পর্যায়ের ৫ দিনব্যাপী ইপিআই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ আগস্ট) সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে উদ্বোধন করা হয়েছে। আগামী ২২ আগস্ট বৃহস্পতিবার প্রথম ব্যাচের কর্মশালা সম্পন্ন হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দারের সভাপতিত্বে ও এমওসিএস ডা. মোহাম্মদ নওশাদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইপিআই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় কো-অর্ডিনেটর ডা. ইমং প্রæ, পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. নাজমা আকতার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. এফ.এম জাহিদুল ইসলাম।

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, প্রধান সহকারী এস.এম সাহিদুল ইসলাম, পিএটু সিএস মফিজুল আলম, হেলথ এডুকেটর কাজী মাসুদুল আলম, হেলথ এডুকেটর প্রবীর মিত্র, ও প্রোগ্রাম অর্গানাইজার গাজী মোঃ নূর হোসেন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার নির্দেশনার অনুযায়ী নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য সহকারীদেরকে সততা, নিষ্টা, আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। নিজের ভাই-বোনের সন্তান মনে করে শিশুদের টিকা দিতে হবে। কাপড়-চোপড় দিয়ে মানুষের মনুষ্যত্ব বুঝা যায় না। হাসপাতাল বা টিকা কেন্দ্রে আগত শিশুদের পিতা-মাতা ও অভিভাবকদের সাথে ভালো ও সহনশীল আচরণ করতে হবে।

ইপিআই কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার কল্যাণ সহকারীদের সাথে সমন্বয় করে কর্মস্থলে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। নিজেকে প্রশাসক না ভেবে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। মানুষ আতংকিত হবে এধরণের কোন কথা বলা যাবে না। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে।

spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

আরও সংবাদ

spot_img