চট্টগ্রাম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর উদ্যোগে স্বৈরাচারমুক্ত স্বাধীন বাংলাদেশ অর্জন ও আন্দোলনে শহীদদের স্মরণে বিজয় মিছিল ও শোক প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এ কর্মসূচিতে উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এএফএম মোদাচ্ছের আলী, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রকৌশলী ড. মোজাম্মেল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমন মোহাম্মদসহ অনেকে বক্তব্য রাখেন।
বিজয় মিছিল ও প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।