পশ্চিম তীরের হেবরনে চেকপোস্টে গোলাগুলিতে দুজন ইসরায়েলি নিরাপত্তা রক্ষী নিহত হয়েছে। আহত হয়েছে একজন।
রোববার (১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের জাতীয় পরিষেবা মেগান ডেভিড অ্যাডম বলেছে, রোববার একজন নারী ও একজন পুরুষকে হত্যা করা হয়েছে। এছাড়া ৫০ বছর বয়সের কোঠার একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হেবরনের দক্ষিণে তারকিমিয়া চেক পয়েন্টের কাছে হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। ইসরায়েলি আর্মি জানিয়েছে, তারা হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে।
মারিভ নামের পত্রিকায় বলা হয়েছে, হতাহত তিনজন পুলিশের সদস্য। তারা হেবরন স্টেশনে দায়িত্বে ছিলেন। সেইসময় তাদের ওপর হামলা হয়েছে। এদিকে গত বুধবার থেকে জেনিনে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।