সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Homeআন্তর্জাতিকঅস্ত্রোপচারের সময় ভুলে লিভার কেটে ফেলায় রোগীর মৃত্যু
spot_img

অস্ত্রোপচারের সময় ভুলে লিভার কেটে ফেলায় রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ভুল অস্ত্রোপচারে যুক্তরাষ্ট্রে উইলিয়াম ব্রায়ানা নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্লীহার অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে ঢুকলেও ভুলে চিকিৎসক তার লিভার কেটে ফেলেন। এতে সেখানেই তার মৃত্যু হয়।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্কপোস্ট জানিয়েছে, উইলিয়াম ব্রায়ান এবং তার স্ত্রী বেভারলি গত মাসে ফ্লোরিডায় গিয়েছিলেন। সেখানে হঠাৎ করে উইলিয়াম ব্রায়ানা পেটে ব্যথা অনুভব করেন। তখন তারা ‘অ্যাসেনশন সেক্রেড হার্ট এমেরাল্ড কোস্ট হাসপাতালে’ যান।

সেখানে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য ভর্তি হন তিনি। এরপর চিকিৎসক তাকে অস্ত্রোপচার করতে বললে রাজি হন । কিন্তু অস্ত্রোপচার চলার সময় চিকিৎসক বর্ধিত প্লীহা মনে করে তার লিভার কেটে ফেলেন।
নিহত ওই বৃদ্ধের আইনজীবী জানিয়েছেন, তার স্ত্রী এই অস্ত্রোপচার করতে চাননি। কিন্তু তা সত্ত্বেও জেনারেল সার্জন ডাক্তার থমাস সেকেনোভস্কি এবং হাসপাতালের প্রধান মেডিকেল কর্মকর্তা ডাক্তার ক্রিস্টোফার বাকানি অস্ত্রোপচার করতে বলেন। এ সময় তারা ভয় দেখান অস্ত্রোপচার না করলে তার শারীরিক অবস্থা আরও খারাপ হবে।

কিন্তু অস্ত্রোপচার করতে গিয়ে চিকিৎসক তার লিভার কেটে ফেলেন। আর লিভার কাটার কারণে অভ্যন্তরীণ রক্তপাতের কারণে বৃদ্ধ ব্রায়ানের মৃত্যু হয়। এমনকি মৃত্যুর পর তারা বুঝতে পারেন প্লীহা ভেবে আসলে ব্রায়ানের লিভার কেটে ফেলা হয়েছে।

spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

আরও সংবাদ

spot_img