
গত ২৪ ঘন্টায় সিএমপি’র বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ৩১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) । রবিবার (১৩ এপ্রিল) দুপুর ১টি হতে রাত ১২ পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ডবলমুরিং মডেল থানার আসামী আব্দুল করিম (৩৫), মো: ইমরান (৩৮), মেহেদী হোসেন শাস্ত প্রঃ মেহেদী হোসেন শাস্ত (২১), নুর মোহাম্মদ প্র: নুর (৩৫), মোঃ আব্দেুস সালাম (৩৮), চান্দগাঁও থানার আসামী মোঃ গিয়াস উদ্দিন (২৬), মোঃ মহি উদ্দিন (৩৮), মোঃ এমরান (১৯), চান্দগাঁও থানার আসামী মোঃ হেলাল উদ্দিন সাগর (৩০), মোঃ জাবেদ (২২), ইদু মিয়া (২১), মোঃ হাসান এনাম (২৪), কর্ণফুলী থানার আসামী কর্ণফূলী উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও চরলক্ষ্যা ইউনিয়নের সাবেক চেয়্যারম্যান মোহাম্মদ আলী (৫৬), হালিশহর থানার আসামী মো: আবুবক্কর (২৭), মোঃ নয়ন (২৩), ইপিজেড থানার আসামী মোঃ আজিজ (৪৫), খুলশী থানার আসামী মোঃ নুরুজ্জামান (৪২), কোতোয়ালী থানার আসামী মোঃ জাবেদ (৩৮), মোহাম্মদ হোসেন জনি (২৫), সাদ্দাম হোসেন (৩৪), মোঃ আব্দুল্লাহ (২২), সদরঘাট থানার আসামী মোঃ আবদুর রহিম (৪৫), বায়েজিদ বোস্তামী থানার আসামী মোঃ ইসমাইল (২৮), আকবরশাহ্ থানার আসামী মোঃ ইমন (২৪), আব্দুল করিম (২০), নিশাদুল ইসলাম নয়ন (২২), মোঃ বেলাল হোসেন ফাহাদ (২৪), বন্দর থানার আসামী মোঃ রোকনুজ্জামান (৪২), চকবাজার থানার আসামী মোহাম্মদ আব্দুল আজিজ (৫০) ও পতেঙ্গা মডেল থানার আসামী মো: মেহেদী হাসান রিপাত (২০), মো: সাইমুন (১৯) সহ সর্বমোট ৩১ (একত্রিশ) জনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, উপরোক্ত আসামীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।
পিএসপি ভিশন / এসইউ