
বাংলাদেশ ও আলজেরিয়া সরকারের মধ্যে কূটনৈতিক, সার্ভিস ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি খসড়া চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এতে বলা, সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে প্রস্তাবিত ‘গণপ্রজাতন্ত্রী আলজেরিয়ার সরকার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের মধ্যে কূটনৈতিক, সার্ভিস ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি’ শীর্ষক এই চুক্তি শীর্ষক খসড়া চুক্তি অনুমোদন করা হয়েছে।
বর্তমানে বিশ্বের ৩০টি দেশের সঙ্গে বাংলাদেশ কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতির সুবিধা চালু করেছে। এই প্রস্তাবিত চুক্তি বাংলাদেশ-আলজেরিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দুই দেশের প্রতিনিধিদের ভ্রমণ প্রক্রিয়া সহজতর করবে।
চুক্তিটি কার্যকর হলে, দুই দেশের সরকারি পর্যায়ের কর্মকর্তারা বিনা ভিসায় পারস্পরিকভাবে ভ্রমণ করতে পারবেন, যা দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে।