শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
HomeNewsচীনই কানাডার নিরাপত্তায় ‘সবচেয়ে বড় হুমকি’ — প্রধানমন্ত্রীর মন্তব্য
spot_img

চীনই কানাডার নিরাপত্তায় ‘সবচেয়ে বড় হুমকি’ — প্রধানমন্ত্রীর মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

কানাডার প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি তার দেশের জাতীয় নিরাপত্তার জন্য চীনকে সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় মন্ট্রিয়লে অনুষ্ঠিত একটি নির্বাচনী বিতর্কে এই মন্তব্য করেন তিনি। আগামী ২৮ এপ্রিল কানাডায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার আগেই এই বিতর্কে মুখোমুখি হন লিবারেল পার্টির মার্ক কার্নি, কনজারভেটিভ পার্টির পিয়েরে পয়লিভর, এনডিপির জাগমিত সিং এবং ব্লক কুইবেকের ইয়স-ফ্র্যাসোয়াঁ ব্লানচেত।

বিতর্কে নাগরিক নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে কার্নি বলেন, “কানাডার মানুষ এখন উপাসনালয়, সামাজিক কেন্দ্র কিংবা শিশুদের স্কুলে নিতে ভয় পাচ্ছে।” তিনি প্রতিশ্রুতি দেন, একটি নিরাপদ পরিবেশ গড়ে তোলাই হবে তার সরকারের অন্যতম অঙ্গীকার।

সঞ্চালক যখন প্রশ্ন করেন, “আপনার দৃষ্টিতে কানাডার নিরাপত্তায় সবচেয়ে বড় হুমকি কী বা কে?”, তখন বিভিন্ন দলের নেতারা ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

  • পিয়েরে পয়লিভর বলেন, “বেপরোয়া অপরাধ কর্মকাণ্ড”।
  • মার্ক কার্নি বলেন, “এটা চীন”।
  • জাগমিত সিং মনে করেন, “সীমান্ত দিয়ে আসা অবৈধ অস্ত্র ও মাদক” সবচেয়ে বড় হুমকি।
  • ইয়স-ফ্র্যাসোয়াঁ ব্লানচেত বলেন, “কানাডা ও কুইবেক নিজেদের সুরক্ষা দিতে পারে না, তারা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল।”

এই বিতর্কে ন্যাটো, ইউক্রেন যুদ্ধ, গাজা পরিস্থিতিসহ বৈশ্বিক নানা ইস্যুতেও নিজেদের অবস্থান স্পষ্ট করেন নেতারা। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে চীন প্রসঙ্গে কার্নির সরাসরি মন্তব্য, যা আগামী নির্বাচনে নিরাপত্তা ইস্যুকে কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

আরও সংবাদ

spot_img