শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
HomeNewsজেলা পরিষদ চেয়ারম্যান হয়েও স্বামীর হয়রানির শিকার থানায় জিডি
spot_img

জেলা পরিষদ চেয়ারম্যান হয়েও স্বামীর হয়রানির শিকার থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা (৪০) শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত রোববার (২০ এপ্রিল) তিনি খাগড়াছড়ি সদর থানায় এ জিডি করেন। বিষয়টি মঙ্গলবার (২২ এপ্রিল) নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।

জিডিতে জিরুনা ত্রিপুরা উল্লেখ করেন, তাদের ১৫ বছরের বৈবাহিক জীবনে শুরু থেকেই স্বামী রেভিলিয়াম রোয়াজা (৩৫) তাকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর থেকে এসব নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। অফিসিয়াল কার্যক্রম নিয়ে নানা সময়ে ঝগড়া, অপমানজনক মন্তব্য ও গালিগালাজের পাশাপাশি হত্যার হুমকি পর্যন্ত দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

জিডিতে আরও বলা হয়, জিরুনা ত্রিপুরাকে হত্যায় ব্যর্থ হলে স্বামী নিজেই আত্মহত্যা করে তাকে (জিরুনাকে) ফাঁসানোর হুমকি দিয়েছেন। এমন পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগে তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

ঘটনার বিষয়ে জানতে জিরুনার স্বামী রেভিলিয়াম রোয়াজার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই জিরুনা ত্রিপুরাকে ঘিরে নানা বিতর্কের সৃষ্টি হয়। তার বিরুদ্ধে স্বজনপ্রীতি, অনিয়ম, দুর্নীতি ও অযোগ্যদের নিয়োগের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের ঘনিষ্ঠতার কারণে সরকার পরিবর্তনের পর তিনি একটি বেসরকারি স্কুল থেকে বরখাস্ত হন। এছাড়া পেশাদার সাংবাদিকদের একাংশ তার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাকে বর্জনের ঘোষণা দিয়েছেন।

spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

আরও সংবাদ

spot_img