শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
HomeNewsঅক্সিজেন-কুয়াইশ সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চসিক
spot_img

অক্সিজেন-কুয়াইশ সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চসিক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার ২৩ এপ্রিল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অক্সিজেন – কুয়াইশ সংযোগ সড়কের কয়লার ঘর এলাকায় সিটি কর্পোরেশনের মালিকানাধীন রাস্তার জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানের অংশ হিসেবে রাস্তার পাশে গড়ে ওঠা দোকানপাট ও অন্যান্য অবৈধ কাঠামো অপসারণ করা হয়, যা দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছিল। পাশাপাশি, অক্সিজেন মোড়ে ফুটপাত দখল করে স্থাপিত অবৈধ যাত্রী ছাউনী অপসারণ করে সাধারণ মানুষের জন্য ফুটপাত উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। জনসাধারণকে সরকারি জমি অবৈধভাবে দখল না করার আহ্বান জানানো হয়েছে।

spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

আরও সংবাদ

spot_img