
চট্টগ্রাম বন্দরের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে ভুয়া চিঠি ও নথিপত্র তৈরি করছে একটি অসাধু চক্র—এমন তথ্য জানিয়ে সকলকে সতর্ক করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৫ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতারণার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সতর্কতা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বন্দরের পরিচালক (প্রশাসন)-এর স্বাক্ষর নকল করে একটি চিঠি তৈরি করা হয়েছে, যাতে একটি প্রতিষ্ঠানকে এনসিটি ও সিসিটি ইয়ার্ডে সিএফএস অপারেটর হিসেবে ইজারা দেওয়া হয়েছে—এমন মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। অথচ, চট্টগ্রাম বন্দর থেকে এ ধরনের কোনো অনুমোদন বা চিঠি ইস্যু করা হয়নি। চিঠিটি পুরোপুরি ভুয়া এবং ভিত্তিহীন।
কর্তৃপক্ষের সতর্কবার্তা
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের যেকোনো বিভাগ থেকে ইস্যুকৃত বৈধ চিঠি বন্দরের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সংশ্লিষ্টদের জানানো হয়। সকল কার্যক্রম স্বচ্ছতা বজায় রেখেই সম্পন্ন হয়।
এ ধরনের ভুয়া পত্র দেখে কেউ যেন প্রতারণার শিকার না হন, সেজন্য নাগরিকদের উদ্দেশে বন্দর কর্তৃপক্ষের আহ্বান—যেকোনো সন্দেহজনক নথি যাচাই-বাছাই করে তবে বিশ্বাস করতে হবে। প্রয়োজন হলে সরাসরি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিভ্রান্তিমূলক নথিপত্র নিয়ে বাড়তি সতর্কতা
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বাক্ষর জাল করে তৈরি করা বিভ্রান্তিকর পত্র, বিজ্ঞপ্তি, নিয়োগপত্র, ইন্টারভিউ কার্ড, আদেশ বা কার্যাদেশের মতো কোনো কিছু দেখে যেন কেউ বিভ্রান্ত না হন। এসব বিষয়ে নিশ্চিত হতে সরাসরি বন্দরের দপ্তরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
চক্র শনাক্তে ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। একইসঙ্গে ভবিষ্যতে এমন প্রতারণা প্রতিরোধে কড়া নজরদারি ও তদারকি আরও জোরদার করা হচ্ছে বলে জানানো হয়।