
চট্টগ্রামের কর্ণফুলীতে একটি গোপন ভেজাল তেল তৈরির কারখানায় ভ্রাম্যমাণ অভিযানে হানা দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে জব্দ হয়েছে বিপুল পরিমাণ ভেজাল তেল, জাল লেবেল ও উৎপাদন সরঞ্জাম।
বুধবার (২৫ জুন) চরপাথরঘাটা এলাকার খুইদ্দেরটেকে এ অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্বে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। অভিযানে সহায়তা করে সেনাবাহিনীর একটি দল ও কর্ণফুলী থানা পুলিশ।
ভেতরে যা ছিল, বাইরে তা নয়!
অভিযানকালে দেখা যায়, অনুমোদনহীন একটি গুদামে ‘সাফওয়ান’ ও ‘রাজধানী’ নামের লেবেলযুক্ত বোতলে ভরে ভেজাল তেল প্রস্তুত করা হচ্ছিল। বোতলের গায়ে ছিল বিএসটিআইয়ের নকল লোগো। অথচ, ভেতরে ছিল নিম্নমানের পাম অয়েল আর পুরনো, মেয়াদোত্তীর্ণ সরিষার তেলের মিশ্রণ।
অর্থদণ্ড ও ধ্বংসকরণ
প্রতারণার দায়ে কারখানার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয় এবং ৪৫০ লিটার ভেজাল তেল ধ্বংস করা হয়। সেই সঙ্গে বিপুল পরিমাণ খালি বোতল, ছাপানো লেবেল ও যন্ত্রপাতি জব্দ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হুঁশিয়ারি
অভিযান শেষে উপপরিচালক ফয়েজ উল্যাহ জানান, “এই চক্রটি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে মুনাফা করতে চেয়েছিল। তারা ভুয়া লেবেল লাগিয়ে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেল বাজারজাতের চেষ্টা করছিল।”
তিনি আরও বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় ভেজালবিরোধী অভিযান চলমান থাকবে। কেউ সন্দেহজনক পণ্য দেখলে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানান।”