সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Homeআন্তর্জাতিকইয়েমেনে আল কায়দার হামলায় ১৬ সেনা নিহত
spot_img

ইয়েমেনে আল কায়দার হামলায় ১৬ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের আবিয়ান প্রদেশে একটি মিলিটারি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১৬ সেনা নিহত হয়েছেন।

ইয়েমেনের সেনাবাহিনীর সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মুখপাত্র মোহামেদ আল নকিবের বরাত দিয়ে এক প্রতিবেদনে আলজাজিরা জানিয়েছে, আবিয়ান প্রদেশের মুদিয়াহ জেলার একটি মিলিটারি চেকপোস্টে হামলা হয়েছে।

হামলাকারী একটি গাড়ি চালিয়ে চেকপোস্টের সামনে এসে তাতে বিস্ফোরণ ঘটায়।
আল কায়দার আরব উপদ্বীপ শাখা আল কায়দা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) এই হামলার দায় স্বীকার করেছে। এর আগে গত মার্চেও সেনাবাহিনীর একটি চেকপোস্ট লক্ষ্য করে বোমা হামলা করেছিল একিউএপি। এতে ২ সেনা সদস্য নিহত হয়েছিলেন।

২০০৯ সালে আল কায়দার আরব উপদ্বীপের এই শাখাটি গঠিত হয়েছিল। ২০১৫ সালে ইয়েমেনে সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত শুরু হলে এরা শক্তিশালী হতে শুরু করে। বর্তমানে ইয়েমেনের দক্ষিণাঞ্চল একিউএপির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি।

spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

আরও সংবাদ

spot_img